অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘে ফিলিস্তিনী রাষ্ট্র বিষয়ক দরখাস্ত পেশ করা হবে - ফিলিস্তিনী প্রেসিডেন্ট


জাতিসংঘে ফিলিস্তিনী রাষ্ট্র বিষয়ক দরখাস্ত পেশ করা হবে - ফিলিস্তিনী প্রেসিডেন্ট
জাতিসংঘে ফিলিস্তিনী রাষ্ট্র বিষয়ক দরখাস্ত পেশ করা হবে - ফিলিস্তিনী প্রেসিডেন্ট

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন- ফিলিস্তিনী রাষ্ট্র বিষয়ক একটি দরখাস্ত পেশ করা হবে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দফতরে সেপ্টেম্বর মাসে । মঙ্গলবার বসনিয়া –হারযগোভিনায় সফর সমাপ্ত করার সময় সারায়েভোতে তিনি একথা ঘোষণা করেন । এ সফরকালে তিনি ফিলিস্তিনীদের রাষ্ট্রের ব্যাপারে সারায়েভো সরকারের কর্তা ব্যক্তিদের সমর্থন প্রার্থনা করেন । তিনি এর পর লেবানন সফরেরও চিন্তা করছেন – সেখানেও তিনি এই রাষ্ট্র কায়েম বিষয়ে আরো সমর্থন সংগ্রহের চেষ্টা চালাবেন ।

XS
SM
MD
LG