অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলী সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনী নিহত


রোববার দিনের শুরুতে, ইসরাইলী বাহিনী পশ্চিম উপকুলে দুজন ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করেছে। ইসরাইলের সামরিক বাহিনী তিন নিখোঁজ ইসরাইলী কিশোরের সন্ধান অভিযান শুরু করলে নানা জায়গায় ফিলিস্তিনীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

ইসরাইল বলছে, একজন ফিলিস্তিনী মারা গেছেন, নাবলুস এলাকায়। সে সামরিক বাহিনীর সতর্কতা উপেক্ষা করে এগিয়ে আসছিল। তাকে দেখে নিরাপত্তার প্রতি হুমকি মনে হয়েছে। ঐ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এক ফরাসী সংবাদ সংস্থাকে বলা হয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

অপর ফিলিস্তিনী রামাল্লায় বন্দুকযুদ্ধে মারা গেছে্ন। রামাল্লা ফিলিস্তিনীদের প্রশাসনিক রাজধানী।

তিন ইসরাইলী কিশোরের একজন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তারা জুনের ১২ তারিখ পশ্চিম উপকুল থেকে নিখোঁজ হয়।

ইসরাইল বলছে, জঙ্গী দল হামাস তাদের অপহরণ করেছে। অবশ্য এ বিষয়ে কোন প্রমাণ নেই।
XS
SM
MD
LG