অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের লড়াইয়ে জঙ্গীদের বিরূদ্ধে জয়ী হচ্ছে প্যানেটা


যুক্তরাষ্ট্র আফগানিস্তানের লড়াইয়ে জঙ্গীদের বিরূদ্ধে জয়ী হচ্ছে প্যানেটা
যুক্তরাষ্ট্র আফগানিস্তানের লড়াইয়ে জঙ্গীদের বিরূদ্ধে জয়ী হচ্ছে প্যানেটা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রি লিওন প্যানেটা বুধবারে বলেছেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী লড়াই জিতছে আফগানিস্তানে এবং একই সঙ্গে দুই হাজার চৌদ্দ সালের নির্ধারিত সময়সীমার আগেই বিদেশী সৈন্যেরা দেশটির নিরাপত্তা রক্ষার দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর করার কাজ চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলবর্তী পাকতিকা প্রদেশে মোতায়েন যুক্তরাষ্ট্র বাহিনীর সৈন্যদের উদ্দেশ করে তিনি বলেন অত্যন্ত দুরুহ একটা সংঘাতে তাঁরা উল্লেখযোগ্য মাত্রার চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। তবে তিনি নিরাপদ ও স্বশাষিত একটি দেশ কায়েমের প্রত্যয় ব্যক্ত করে বলেন যেখানে তালেবান ও আল কায়েদার কোন ঠাঁই মিলবেনা।

প্রতিরক্ষা মন্ত্রি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সেখানে জঙ্গী প্রতিরোধ অভিযানের অগ্রগতি পরখ করতে দু’দিনের সফরে আফগানিস্তান যান । তিনি বলেন এক দশকের তালেবান বিরোধী লড়াইয়ের পর ঐ অভিযান এখন একটা সন্ধিক্ষণে উপনীত হয়েছে। প্যানেটা আজ বুধবার বৈঠকে বসছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে।

XS
SM
MD
LG