বেলজিয়ামের অভিশংসকরা প্যারিস আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছেন।
কেন্দ্রীয় অভিশংসকের দফতর বলেছে ২৪ বছর বয়স্ক, নাজিম লাচরাউলি সেপ্টেম্বর মাসে অস্ট্রিয়া হাঙ্গারি সীমান্তে যান, প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন ব্যক্তি সালাহ আব্দেসসালেমের সঙ্গে। আব্দেসসালেমকে গত সপ্তাহে ব্রাসেল্সে সন্ধাানী অভিযানের সময় আটক করা হয়।
কর্মকর্তারা বলেন বেলজিয়ামের Auvelais শহরে একটি বাড়িতে লাচরাউলির ডিএনএ পাওয়া যায়। ওই বাড়িটি আক্রমনকারীরা ব্যবহার করে এবং তা ভাড়া নেওয়া হয়, 'Soufiane Kayale'র নামে।
লাচরাউলি ২০১৩ সালে সিরিয়াতে যান। কর্তৃপক্ষ তাকে এবং মোহাম্মদ আব্রিনিকে খুঁজছে।