অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিসে ছুরিকাঘাতে সম্পৃক্ততার অভিযোগে তিনজন গ্রেপ্তার


প্যারিসের অদূরে শুক্রবার একজন পুলিশ কর্মীকে ছুরিকাঘাতে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ফরাসি কর্তৃপক্ষ তিন জনকে গ্রেপ্তার করেছে। মূল আক্রমণকারির সম্ভবত সন্ত্রাসবাদী লক্ষ্য ছিল এবং সে পুলিশের হাতে নিহত হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তিন জন আটক ব্যক্তির মধ্যে রয়েছে একজন বাবা এবং আরও দু জন যারা ৩৬ বছর বয়সী ঐ তিউনেশীয় লোককে আশ্রয় দিয়েছিল। এই লোকটি একজন পুলিশ কর্মী, দু সন্তানের জননীকে প্যারিস থেকে ৬০ কিলোমিটার দূরে রেমবউলে নামের একটি শহরে শুক্রবার ছুরিকাঘাত করে।

পুলিশ আক্রমণকারীকে গুলি করে হত্যা করে। ঘটনার শিকার পুলিশ কর্মী যাকে গলায় আঘাত করা হয়, পরে মারা যান। ফ্রান্সের সন্ত্রাস বিরোধী আইনজীবি বলছেন, হামলাকারী কিছু মন্তব্য করেছিল যাতে আভাস পাওয়া যায় যে তার উদ্দেশ্য সন্ত্রাসবাদ। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হামলার আগে সে আরবী ভাষায় “আল্লাহু আকবর” বলে ধ্বনি দেয়। এই হত্যাকারী এক দশকেরও আগে ফ্রান্সে অবৈধ ভাবে প্রবেশ করে এবং পুলিশ সুত্র জানাচ্ছে যে পরে সে আবাসনের বৈধ কাগজপত্র পেয়ে যায়।

XS
SM
MD
LG