মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি তুলে ধরার জন্য এক আন্তর্জাতিক সমাবেশের আয়োজন করেছে ফ্রান্স।
ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক এ র, রবিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন “ইসরায়েলী ও ফিলিস্তিনীদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনার সম্মিলিত দায়িত্ব রয়েছে আমাদের সকলের।” তিনি বলেন “আমরা জানি সেটা কঠিন কিন্তু এর কি কোন বিকল্প আছে?”
৭০টিও বেশি দেশের প্রতিনিধিরা প্যারিস বৈঠকে যোগ দিচ্ছেন। পূর্ব জেরুসালেম সহ অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলে ইসরায়েলি বসতিস্থাপনার বিরুদ্ধে তাদের মতামত প্রকাশের জন্য প্রতিনিধিরা বৈঠকে যোগ দিচ্ছেন।
ইসরায়েলী বা ফিলিস্তিনী প্রতিনিধিরা বৈঠকে যোগ দিচ্ছেন না।