অ্যাকসেসিবিলিটি লিংক

দীর্ঘ ছয় মাস পর ভারতের সংসদে অধিবেশন শুরু


আজ শুক্রবার ভারতের সংসদে বাজেট অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব দলের সংসদ সদস্যদের কাছে এই অধিবেশনে সক্রিয় উপস্থিতির আবেদন জানান। তিনি বলেন, গণতন্ত্রের রীতিনীতি মেনে তাঁরা সকলে যেন বিতর্কে যোগ দেন, নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং তাঁদের মত প্রকাশ করেন। এই বাজেট অধিবেশন চলবে আজ থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। তার পর কিছু দিন বিরতি দিয়ে আবার ৮ই মার্চ থেকে ৮ই এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।

প্রথা অনুযায়ী বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সরকারি নীতি ও কর্মসূচির বিবরণ দিয়ে যে ভাষণ দেন, আঠেরোটি বিরোধী দল তা বয়কট করেছে‌। সরকার প্রণীত তিনটি কৃষি আইন ও অন্যান্য যেসব নীতি বিরোধীদের পছন্দ হয়নি, তার প্রতিবাদে শ্লোগান দিয়ে তাঁরা সংসদ কক্ষ ত্যাগ করেন‌। এর পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামাইয়া সংসদে ভারতের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন। সোমবার পয়লা ফেব্রুয়ারি তিনি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।

please wait

No media source currently available

0:00 0:02:01 0:00
সরাসরি লিংক

প্রধানমন্ত্রী বলেন, এবারের পরিস্থিতি আলাদা। করোনা সংক্রমণের কারণে বাদল অধিবেশনের পর শীতকালীন অধিবেশন আর হয়নি। দীর্ঘ ছয় মাস পরে এই বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সদস্যরা যেন তার সদ্ব্যবহার করেন, তাঁদের মূল্যবান মতামত জানান। মোদি বলেন, আগামী বছরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত নানা দিক থেকে এগিয়ে যেতে প্রতিশ্রুতি বদ্ধ। তার মধ্যে মারাত্মক করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপন্ন বোধ করছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এর আগে অর্থমন্ত্রী কিছু অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছিলেন, যেগুলোকে মিনি বাজেট বলে যেতে পারে। গত বছরের সেই মিনি বাজেটের পর এ বছর যে বাজেট পেশ করা হবে, সে সব মিলিয়েই গোটা বাজেটকে ধরা উচিত। এ বারের বাজেট অধিবেশনে বিরোধী দলগুলি যে বিভিন্ন প্রশ্ন তুলবে এবং অনেক সময়ই সদুত্তর না পেলে বয়কট করবে, সেটা আজ রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সময় থেকেই বোঝা যাচ্ছে।

XS
SM
MD
LG