অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী শ্যানাহানের আফগানিস্তান সফর


যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী পেট শ্যানাহান জানিয়েছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোন নির্দেশ তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাননি। সোমবার, আফগানিস্তান সফর কালে তিনি আফগান নেতা এবং যেখানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমান্ডারদের সংগে সাক্ষাত করেন। তিনি এমন সময় অঘোষিত এক সফরে আফগানিস্তানে গিয়েছেন যখন আলোচকেরা শান্তি চুক্তি নিয়ে কাজ করছেন।
শ্যানাহান আফগান সরকার যাতে তালিবানের সংগে শান্তি আলোচনায় যোগদেন তার জন্য যুক্তরাষ্ট্রর পক্ষে সমর্থন প্রদান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। তার সংগে সফররত সাংবাদিকদের তিনি বলেন, তালিবানের সংগে দেশের ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনায় আফগান কর্মকর্তাদের সম্পৃক্ততা যে গুরুত্বপূর্ণ সে বিষয়ের উপরে তিনি গুরুত্ব দিতে চান। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সহযোগিতা এবং বিনিয়োগ করেছে এখন আফগানদের নিজেদেরকেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খালিলযাদ এবং তালিবানের মধ্যে চলমান আলোচনায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গাণি সরকার অংশ নিচ্ছে না।

XS
SM
MD
LG