অ্যাকসেসিবিলিটি লিংক

পেলোসি'র ব্রিটেন সফরে আয়ারল্যান্ড শান্তিচুক্তি নিয়ে আলোচনা


যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষিদের স্পিকার ন্যান্সি পেলোসি লন্ডনের ডাউনিং স্ট্রিট দপ্তরে প্রবেশ করছেন, ১৬ই সেপ্টেম্বর, ২০২১, ছবি হানা ম্যাকে/ রয়টার্স
যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষিদের স্পিকার ন্যান্সি পেলোসি লন্ডনের ডাউনিং স্ট্রিট দপ্তরে প্রবেশ করছেন, ১৬ই সেপ্টেম্বর, ২০২১, ছবি হানা ম্যাকে/ রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার, ন্যান্সি পেলোসি শুক্রবার, ব্রিটেনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গুড ফ্রাইডে অ্যাকর্ডস নামে পরিচিত উত্তর আয়ারল্যান্ড শান্তি চুক্তি বাতিল করা হলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য আলোচনাকে ব্যাহত করতে পারেI লন্ডন সফররত পেলোসি চ্যাথাম হাউজে সাংবাদিকদের জানান এটি কোনো হুমকি নয়, এটি এক ভবিষ্যদ্বাণী।পেলোসি লন্ডন ভিত্তিক চিন্তকদের জানান, গুড ফ্রাইডে অ্যাকর্ডস বাধাগ্রস্ত হলে যুক্তরাজ্য -যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত হানবে, তবে এটি যেন অন্তর্ভুক্ত থাকে এমন বিকল্প পথ আমাদের তৈরী রাখতে হবেI

আয়ারল্যান্ড ও ব্রিটিশ সরকারের মধ্যে ১৯৯৮ সালে স্বাক্ষরিত গুড ফ্রাইডে শান্তি চুক্তি সেখানে ৩০ বছরের জাতিগোষ্ঠীগত সহিংসতা নিরসনে সহায়তা করেছিলI চুক্তির কিছুটা অংশ উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে মুক্ত, তবে নিয়ন্ত্রিত সীমান্তের সুযোগ-সুবিধা দিয়েছিলো, যার ফলে দুটি দেশের মধ্যে অবাধে পণ্যও পরিষেবা চলাচল নিশ্চিত হয়Iএ বছরের গোড়াতে ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে দাঁড়ায়, দুটি পক্ষ উত্তর আয়ারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ আয়ারল্যান্ড মুক্ত সীমান্ত রক্ষা করতে সম্মত হয়I

তবে সেখানে উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের বাদ-বাকি অংশের সঙ্গে মালামাল পরিবহনে শুল্ক বিভাগের পরীক্ষার নীতি চালু করা হয়I এসব পরীক্ষার ব্যাপারে অভ্যন্তরীণ বাধা-বিপত্তির মুখে পড়ে ব্রিটেন ই.ইউ'র সঙ্গে চুক্তি সম্পর্কে পুনরায় আলোচনায় বসতে আগ্রহ দেখায় ; তবে ই.ইউ এ যাবৎ সেই আগ্রহের প্রতি সাড়া দেয় নিI যুক্তরাষ্ট্র যারা, ১৯৯৮ সালের ঐতিহাসিক চুক্তি সাধনে মূখ্য ভূমিকা রেখেছিলো এই শান্তি চুক্তিকে ব্যাহত করতে পারে, এমন কোনো ব্যবস্থার নেয়ার ব্যাপারে ব্রিটেনকে হুশিয়ার করে দিয়েছেI

পেলোসি বলেন কেউ কারুর ওপরে কিছু চাপিয়ে দেয়ার কথা ঘোষণা করছে না এবং আয়ারল্যান্ড সরকার ভেদাভেদ দূর করতে তাদের ইচ্ছার কথা ব্যক্ত করেছেI তবে তিনি জানান, এই চুক্তিতে কোনো বড় ধরণের পরিবর্তন ব্রিটেনের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিকে সমস্যা সংকুল করে তুলতে পারেI

(কিছু তথ্য রয়টার্স ও এপি সংবাদ মাধ্যম থেকে পাওয়া)

XS
SM
MD
LG