অ্যাকসেসিবিলিটি লিংক

ভাইস প্রেসিডেন্ট পেন্স জর্ডানের বাদশা আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন


Jordan's King Abdullah and wife Queen Rania are seen during their meeting with U.S. Vice President Mike Pence and wife Karen Pence (not pictured) at the Royal Palace in Amman, Jordan, Jan. 21, 2018.

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আলোচনায়, জর্ডানের বাদশা আব্দুল্লাহ, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দানের যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বাদশা ভাইস প্রেসিডেন্টকে বলেন ইসরায়েলী ফিলিস্তিনী সংঘাতের একমাত্র সমাধান হচ্ছে দুই রাষ্ট্র সমাধান এবং ভবিষ্যতে ফিলিস্তিনী রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুসালেম।

ভাইস প্রেসিডেন্ট পেন্সের চার দিনের মধ্য প্রাচ্য সফরের দ্বিতীয় যাত্রা বিরতি ছিল জর্ডান।

তিনি প্রথমে কায়রো যান। সেখানে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিশরের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি।

ইসরায়েলে যাওয়ার আগে পেন্স ওই অঞ্চলে আমেরিকান সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

XS
SM
MD
LG