অ্যাকসেসিবিলিটি লিংক

২০২১ যেন হয় সব দুর্ভাবনা, অনিশ্চয়তা ও আতঙ্কহীন একটি বছর


যে বছরটি বিদায় নিয়েছে- সে বছরটি করোনার কারণে ছিল আতঙ্ক, অনিশ্চয়তা, দুর্ভাবনা এবং মানুষের টিকে থাকার লড়াইয়ের বছর। সাধারণ মানুষ, উন্নয়নকর্মী এবং বিশেষজ্ঞগণ সবাই প্রত্যাশা করেন নতুন বছর ২০২১-এ যেন এমন পরিস্থিতির বিস্তার আর না ঘটে। ২০২১ যেন হয় সব দুর্ভাবনা, অনিশ্চয়তা ও আতঙ্কহীন একটি বছর।

please wait

No media source currently available

0:00 0:04:56 0:00


নতুন বছরে এসে সাধারণ মানুষ এবং উন্নয়নকর্মী তাদের প্রতিক্রিয়ায় এ কথাই বলেছেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ ২০২০ সালের পরিস্থিতি এবং নতুন বছরের প্রত্যাশা সম্পর্কে বিশ্লেষণ করেছেন।
২০২১ হোক প্রত্যাশা পূরণের বছর, আতঙ্কহীন, অনিশ্চয়তাবিহীন একটি বছর- এটিই সবাই প্রত্যাশা করছেন।

XS
SM
MD
LG