অ্যাকসেসিবিলিটি লিংক

ফাইজার ও বায়োএনটেক আফ্রিকায় ভ্যাকসিন উৎপাদন করবে


ফাইল ফটোতে একজন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন দেবার আগে প্রস্তুতি নিচ্ছেন-থম্পসন-রয়টার্স
ফাইল ফটোতে একজন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন দেবার আগে প্রস্তুতি নিচ্ছেন-থম্পসন-রয়টার্স

ফাইজার ও বায়োএনটেক বুধবার ঘোষণা করেছে যে তারা, দক্ষিণ আফ্রিকার একটি সংস্থার সঙ্গে ভ্যাকসিন প্রস্তুত ও আফ্রিকায় বিতরণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছেI চুক্তি মোতাবেক কেপ টাউনের বায়োভ্যাক ইনস্টিটিউট, ২০২২ সালে বার্ষিক এক কোটি ভ্যাকসিন উৎপাদন করবেI এই সংস্থাটি ইউরোপ থেকে ভ্যাকসিনের উপাদান সংগ্রহ ও মিশ্রণ করে শিশিতে রাখবে এবং প্যাকেজজাত করে আফ্রিকার ৫৪টি দেশে পাঠাবেI

আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে, আফ্রিকার ১৩০ কোটি জনগণের ২%'র কম, যারা মাত্র একটি টিকা নিয়েছেন তাদের ভ্যাকসিন সঙ্কট দূর করতে এই চুক্তি, এই অবদান রাখবেI

ফাইজারের প্রধান নির্বাহী, আলবার্ট বৌরলা বলেন, তাদের সংস্থার লক্ষ্য হচ্ছে, সমগ্র আফ্রিকা মহাদেশজুড়ে জনগণের কাছে ভ্যাকসিন পৌঁছানো, যা বিগত চুক্তির চাইতে ভিন্নতর, যেখানে শুধুমাত্র ধনী দেশগুলিতে বিক্রি ও সরবরাহের জন্য দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছিলI

XS
SM
MD
LG