অ্যাকসেসিবিলিটি লিংক

সরকারী হাসপাতালেই যক্ষা রোগের চিকিৎসা করানোর পরার্মশ ভারতীয় টাস্ক ফোর্স চেয়ারপার্সনের


কলকাতায় অনুষ্ঠিত যক্ষা রোগ নিরাময় সংক্রান্ত পূর্বাঞ্চলীয় কর্মশালার উদ্বোধন করে যক্ষা চিকিৎসায় সরকারী হাসপাতালের উপর আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে গুরুত্ব আরোপ করলেন জাতীয় টাস্ক ফোর্সের চেয়ারপার্সন ডাঃ ডি বেহেরা।

যক্ষা রোগের চিকিৎসা করাতে গিয়ে অনেকেই ভুল চিকিৎসার শিকার হন বলে তার বক্তব্য। কলকাতায় যক্ষা রোগ নিরাময়ের গঠিত কেন্দ্রিত যক্ষা নিরাময় বিভাগ, রাজ্য যক্ষা নিরাময় সেল এবং টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে আর জি কর মেডিকেল কলেজে আয়োজিত দুই দিনের কর্মশালার উদ্বোধন করে ডাঃ ডি বেহেরা বলেন, এখন দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে যক্ষা চিকিৎসার আধুনিকতম চিকিৎসা পরিসেবা চলছে এবং এই পরিসেবার ওপর আস্থা রেখেই যক্ষা রোগী বা তাদের পরিবারের প্রতি তার পরার্মশ সরকারী হাসপাতালেই যক্ষা রোগের চিকিৎসা করানো।

XS
SM
MD
LG