ভারতের স্বাধীনতার ইতিহাসের পাতায় আবার নতুন করে সংযোজিত হল ছিটমহল বাসীর স্বাধীন হওয়ার ইতিহাস। গতকাল মধ্যরাতে রাজ্যের কোচবিহার জেলার সীমান্ত সংলগ্ন মশাল ডাঙায়।
গতকাল রাত 12 টা বাজার 5 মিনিট আগেই আকাশ প্রদীপ আর আতস বাজির রোশনাইয়ে স্বাধীন হওয়ার স্বপ্নকে বাস্তব করলেন ছিট মহল বাসীরাই তাদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে।
রাত 12 টা বেজে 7 মিনিটে ছিটমহল বাসীর স্বাধীশ হওয়ার উদযাপন মুহূর্তে মশাল ডাঙায় জাতীয় পতাকা উত্তোলন করলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ...সেই সংগে তিনি জানান রাজ্যের মুখ্মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে এখানে খুব শীঘ্রই পাণীয় জল-আলো-রাস্তা সব কিছুরই উন্নয়ন হবে
উপস্থিত ছিলেন ফরর্য়াড ব্লক নেতা উদয়ন গুহ.....তার বক্তব্য আজ আর কোনো রাজনীতি নয়।
গতরাতের ঐতিহাসিক মুহূর্তে এপার বাংলার ভুখন্ডে 51 টি ছিট মহলের প্রায় 14 হাজার মানুষের মুখেই যেন শুধুই শোনা যাচ্ছিল স্বাধীন হওয়ার আনন্দের কথা। একটা স্বীকৃতির কথা যে আমরা এই দেশের নাগরিক।
পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: