অ্যাকসেসিবিলিটি লিংক

তিস্তার পানি বন্টন: ভারতীয় দৃষ্টিভঙ্গি


বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে সমস্যা এখনো বিদ্যমান। অতি সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন যে, মমতা বন্দোপাধ্যায়কে সাথে নিয়েই তিস্তার ব্যাপারে একটি নিস্পত্তিতে পৌঁছুতে চায় ভারতের কেন্দ্রীয় সরকার। ফেডারেল ধরণের ভারতের কেন্দ্রীয় সরকার সব ধরণের সিদ্ধান্ত একাই নিতে পারে না। রাজ্যগুলোর সহমত অবশ্যই কাম্য। সে জন্যই পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সম্মতির প্রয়োজন রয়েছে। তিনি যে বিকল্প প্রস্তাব দিয়েছেন, অন্যান্য নদী থেকে পানি ভাগাভাগির বিষয়টি যে প্রস্তাবে রয়েছে, সে ব্যাপারে বাংলাদেশ সহমত পোষণ করছে না। তা ছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলো গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার এমন কিছু করতে চাইবে না, যা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক নষ্ট করে। এ ব্যাপারে ভারতে কি ধরণের চিন্তা ভাবনা চলছে, বিশেষত পশ্চিম বঙ্গ কি ভাবছে সে নিয়েই আমাদের কোলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন থেকে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।

please wait

No media source currently available

0:00 0:08:27 0:00

XS
SM
MD
LG