শান্তি শৃঙ্খলা বজায় এবং প্রশাসনিক কাজের সুবিধায় পশ্চিমবঙ্গে ফের জেলা ভাগের প্রস্তাব উঠেছে। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা কে দুটি পুলিশ জেলায় ভাঙ্গার প্রস্তাব দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। প্রস্তাব গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দফতরেও। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই শুরু হয়ে যাবে প্রশাসনিক কাজের তোড়জোড়।
সংশ্লিষ্ট সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সিদ্ধান্তে রাজি রয়েছেন। সাম্প্রতিক কালে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাটে অশান্তির পরেই স্বরাষ্ট্র দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় কাজের সুবিধার জন্য আলাদা দুটি পুলিশ জেলা করা হবে উত্তর চব্বিশ পরগনাকে। যাতে আইনশৃঙ্খলার কাজ সুষ্ঠুভাবে পালন করা যায়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করে ঘটনাস্থলে পৌঁছানো যায়।