অ্যাকসেসিবিলিটি লিংক

এই শতকের মাঝামাঝি সময়ে আর্থিক বৃদ্ধিতে চীনকে ছাপিয়ে যাবে ভারত


দেশের প্রথম সারির শিল্পপতি তথা রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানী বলেছেন এই শতকের মাঝামাঝি সময়ে আর্থিক বৃদ্ধিতে চীনকে ছাপিয়ে যাবে ভারত। আর দুহাজার চব্বিশ সালে দেশের অর্থনীতি দ্বিগুণ হয়ে দাঁড়াবে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার।

দেশের এক সংবাদপত্র আয়োজিত অনুষ্ঠানে ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানী এমনই আশা প্রকাশ করে বলেছেন, দুহাজার চার এ তিনি বলেছিলেন আগামী কুড়ি বছরের মধ্যে অর্থনীতির পরিমাণ বেড়ে হবে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার। সে সময় অর্থনীতি ছিল মাত্রই পাঁচশো বিলিয়ন মার্কিন ডলারের। কিন্তু আজ দেখা যাচ্ছে, তিনি ঠিকই বলেছিলেন। দুহাজার চব্বিশের আগেই এই লক্ষ্যমাত্রা পূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন তিনি। দেশের জিডিপি এই মুহূর্তে প্রায় আড়াই ট্রিলিয়ন মার্কিন ডলার, বিশ্বে ষষ্ঠ। মুকেশ আম্বানী আরো বলেছেন, তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী দশ বছরে ব এই বৃদ্ধি তিন গুণ বেড়ে হবে সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। আর দুহাজার তিরিশে আমরা পেরিয়ে যাব দশ ট্রিলিয়নের লক্ষ্যমাত্রা।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG