সন্ত্রাসবাদী হামলার লক্ষ্যে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি দিল আল কায়েদা। কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে কলকাতাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার ডাক জঙ্গি সংগঠনের শীর্ষনেতাদের। কলকাতা, বেঙ্গালুরু ও দিল্লির মতো শহরে জিহাদিরা যুদ্ধ ঘোষণা করলে কাশ্মীরে রাশ আলগা করবে ভারত। মঙ্গলবার ভারতীয় ইংরাজী দৈনিক পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে এই হুমকি দিয়েছেন আল কায়েদার সেকেন্ড ইন কম্যান্ড ওসামা মেহেমুদ। ইংরাজী দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুসারে বিবৃতিতে মেহেমুদ জানিয়েছে, 'কাশ্মীরে ষাট লক্ষ জওয়ান মোতায়েন করেছে ভারতীয় সেনা। কাশ্মীর থেকে ভারতের রাশ আলগা করতে গেলে কলকাতা, বেঙ্গালুরু ও দিল্লির মতো শহরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে।'
বিবৃতিতে ভারতের সমস্ত মুসলিমকে কাশ্মীরের 'পাশে দাঁড়ানোর' ডাক দিয়েছে জঙ্গি এই শীর্ষ নেতার। ওসামা মেহেমুদের হুমকি, যেভাবে গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করে তোলা হয়েছে সেভাবেই ভারতীয় সেনা ও হিন্দু সরকারি পরিচালিত বিশ্বকে 'যুদ্ধক্ষেত্রে' পরিণত করতে হবে। চরমপন্থী সংগঠনের এই জাতীয় প্রচারের মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা।