নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ৷ শুক্রবার কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল- আগামী এক বছর কলকাতায় অস্ত্র নিয়ে মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল৷ আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের ২রা জানুয়ারী থেকে পরের বছরের ১ জানুয়ারী পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে৷ স্রেফ লাইসেন্সধারীরা এক্ষেত্রে ছাড় পাবেন৷ ফলে তীর, গদা, তলোয়ার কোনও ধরণের অস্ত্র নিয়েই শহরে মিছিল করা যাবে না৷ কেউ যদি নিয়ম ভাঙে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ৷ স্বভাবতই, কলকাতা পুলিশের এহেন ঘোষণাকে কেন্দ্র করে জোর শোরগোল শুরু হয়েছে৷ যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, কলকাতার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷