গুজরাত তথা দেশের অন্যতম শিল্পোদ্যোগী ‘আদানি গোষ্ঠী’ পশ্চিমবঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ কথা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে। নবান্ন সূত্রের খবর, সৌরবিদ্যুৎ উৎপাদনে এ রাজ্যে দশ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। আগামী ষোলো ও সতেরোই জানুয়ারি কলকাতার নিউটাউনের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)দুহাজার আঠেরোর প্রাক্কালে আদানি গোষ্ঠীর এই বিনিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।