রাত পোহালেই ছত্রিশগড়ের বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই ভোটের মুখে মাওবাদী হামলায় ফের উত্তপ্ত ছত্রিশগড়।
ছত্রিশগড়ের রায়পুর থেকে ১৭৫ কিলোমিটার দূরে কাঙ্কেড় জেলার এক গ্রামে পর পর বিস্ফোরণ ঘটাল আজ মাওবাদীরা। এর পরই শুরু হয়েছে মাওবাদীদের সঙ্গে আধা সেনারা গুলি লড়াই। এক পুলিস অফিসার জানান, ওই গ্রামে রুটিন মাফিক টহলদারি দেওয়ার সময় হামলা চালায় মাওবাদীরা। কোয়ালি বেড়ার গট্টাকল থেকে গোমা গ্রাম পর্যন্ত একাধিক ইম্প্রোভাজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুঁতে রাখে মাওবাদীরা। জানা গেছে হামলায় গুরুতর জখম হয়ে নিহত হয়েছেন এক জওয়ান।
সরকারি সংবাদ সংস্থার খবর ছত্রিশগড়ের অনন্তগ্রামে মাওবাদীদের সঙ্গে কয়েক দফা গুলির লড়াই চলে সেনার। জানা গেছে বিজপুরেও হামলা চালিয়েছে মাওবাদীরা। সেখানেও চলছে সেনার সঙ্গে গুলির লড়াই। পুলিস সূত্রে খবর, পুলিসি এনকাউন্টারে নিহত হয়েছে এক মাওবাদী। আর এক জনকে গ্রেফতার করেছে পুলিস। আরও জানা যাচ্ছে, বস্তার ডিভিশনের ৭টি জেলা এবং রাজনন্দগাঁও জেলায় বিক্ষিপ্তভাবে মাওবাদীরা হামলা চালায়।উল্লেখ করা যেতে পারে রাত পোহালেই বস্তার, কাঙ্কেড়-সহ ১৮টি কেন্দ্রে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হবে। উল্লেখ করা বলা যেতে পারে, নির্বাচনের দিন
সামনে যত এগিয়ে এসেছে , নতুন করে সক্রিয় হয়েছে মাওবাদীরা। চলতি মাসেই দান্তেওয়াড়ায় ল্যান্ড মাইন বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১ সিআইএসএফ জওয়ান ও এক পুলিসকর্মী রয়েছে। মারাত্মক জখম আরও ২ সিআইএসএফ জওয়ান। অক্টোবরে দান্তেওয়াড়া মাওবাদী হামলায় নিহত হন দূরদর্শনের এক ক্যামেরাম্যান ও ২ পুলিসকর্মী।