অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সে ঝড় ও বন্যায় দুজনের প্রাণহানি, শত শত লোকের ঘরবাড়ি ত্যাগ


কর্মকর্তারা আজ জানিয়েছেন ফিলিপিন্সে তুমুল বৃষ্টিপাতের কারণে যে বন্যা দেখা দিয়েছে, তাতে অন্তত দুজন প্রাণ হারিয়েছে এবং শত শত লোক তাদের জলমগ্ন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

গত রাতে মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশের লাপু লাপু দ্বীপে উপকুলবর্তী গ্রামগুলোতে প্রচন্ড ঢেউ আছড়ে পড়ে। সেখানকার মেয়র জুনার্ড চান ফেইসবুকে লিখেছেন, এর ফলে অনেকগুলো বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে এবং প্রায় শ' তিনেক লোক গৃহহীন হয়ে পড়েছে। মেয়র অনলাইনে যে সব ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে কোন কোন বাড়ির কাছে কাঠ এবং বাঁশের স্তুপ পড়ে আছে। লেইতে প্রদেশের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকারীরা দুজন বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করে। আজ খুব ভোরে ঐ প্রদেশের মাহাপ্লাগ শহরে ভূমিধ্বসের সময়ে এঁরা প্রাণ হারান। একটি বালককে ধ্বংসাবশেষের ভেতর থেকে উদ্ধার করা হয় এবং তার চিকিৎসা চলছে।

এ দিকে প্রধান দ্বীপ মিন্ডানাওয়ের ১৩ টি গ্রাম বন্যার পানিতে নিমজ্জিত হলে প্রায় দেড় হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয় বলে সেখানকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে।

ফিলিপিন্সে গড়ে প্রতি বছর ২০টি ঝড় এবং টাইফুন আঘাত হানে যার ফলে দরিদ্র অঞ্চলগুলো প্রভূত ক্ষতির সম্মুখীন হয়।

XS
SM
MD
LG