অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্স এর বোমা হামলায় ১২ জন আহত



ফিলিপিন্স এর দক্ষিনাঞ্চলে এক বোমা আক্রমণে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। মুসলমান বিদ্রোহীদের এই আক্রমণের জন্যে দায়ী করা হচ্ছে।

আজ শনিবার মিন্দানাও দ্বীপে এই দুটি বিস্ফোরণের লক্ষ্য সরকারী সৈন্যরা ছিল বলে মনে করা হচ্ছে। তারা গত সপ্তা থেকে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের একটি উপদলের ভেতরে লড়াই করছে। সামরিক কর্মকর্তারা বলছেন যে রাস্তার পাশে পাতা ঐ বোমা দুটি ৪৫ মিনিট ব্যবধানে বিস্ফোরিত হয় । এতে ছ জন সৈন্য এবং ছ জন অসামরিক লোহ আহত হয় যার মধ্যে দু জন টেলিভিশন সাংবাদিক ও ছিল। তবে এদের কারও জখমই প্রাণ নাশি নয়।

গত সোমবার থেকে সরকারী বাহিনী এবং বাংসামোরো ইসলামিক মুক্তি সেনাদের মধ্যে লড়াইয়ে ৫০ জনের ও বিশে লোক প্রাণ হারিয়েছে।
XS
SM
MD
LG