ফিলিপাইনের বেনিগনো আকিনো এই প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন যে তিনি টাইফুনে বিধ্বস্ত দেশের মধ্যাঞ্চলে থাকবেন, যতক্ষন না ৮ই নভেম্বারের বিপর্যয়কারী ঝড়ে যারা প্রাণে বেচেছেন তাদের সাহায্য করার প্রচেষ্টার ব্যাপারে তিনি সন্তুষ্ট হবেন।
মি আকিনো রবিবার এই প্রতিশ্রুতি দেন যখন তিনি সামার ও লেইটে, পরিদর্শন করেন। সেখানে হাজার হাজার মানুষ ধ্বংশ হয়ে যাওয়া গীর্জাগুলোতে প্রার্থনার জন্য সমবেত হন। ফিলিপাইনের জনসংখ্যার ৮০ শতাংশ রোমান ক্যাথলিক ধর্মাবলম্বি।
আন্তর্জাতিক ত্রাণ সরবরাহ বিপর্যস্ত এলাকায় এখন যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টার বহর প্রত্যন্ত এলাকায় খাদ্য সরবরাহ করছে।
ফিলিপাইন সরকার বলছে টাইফুনে অন্তত ৩৭৯৪ জন প্রাণ হারিয়েছে। এখনও ১২০০ জন নিখোঁজ।
মি আকিনো রবিবার এই প্রতিশ্রুতি দেন যখন তিনি সামার ও লেইটে, পরিদর্শন করেন। সেখানে হাজার হাজার মানুষ ধ্বংশ হয়ে যাওয়া গীর্জাগুলোতে প্রার্থনার জন্য সমবেত হন। ফিলিপাইনের জনসংখ্যার ৮০ শতাংশ রোমান ক্যাথলিক ধর্মাবলম্বি।
আন্তর্জাতিক ত্রাণ সরবরাহ বিপর্যস্ত এলাকায় এখন যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টার বহর প্রত্যন্ত এলাকায় খাদ্য সরবরাহ করছে।
ফিলিপাইন সরকার বলছে টাইফুনে অন্তত ৩৭৯৪ জন প্রাণ হারিয়েছে। এখনও ১২০০ জন নিখোঁজ।