অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে সোমবার ত্রাণ সামগ্রী আরও ব্যাপক ভাবে সরবরাহ করা হচ্ছে


টাইফুন বিদ্ধস্ত ফিলিপাইনে সোমবার আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী আরও ব্যাপক ভাবে সরবরাহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টার বহর প্রত্যন্ত ও পাহাড়ী এলাকায় খাদ্যা, পানি ও এ্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে। দশদিন আগে টাইফুন হায়ান সেখানে প্রচন্ড আঘাত হানে।


বিমানবাহী নৌযান USS George Washington ত্রাণ প্রচেষ্টা ও বিতরণের কেন্দ্রবিন্দু হয়েছে। হেলিকপ্টার ও বিমানে ত্রাণ সামগ্রী জাহাজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আহত লোকজনদের চিকিৎসার জন্য নৌযানে নিয়ে আসা হচ্ছে।


বিপর্যস্ত এলাকায় পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। কিছু বাজার খুলেছে এবং কিছু পেট্রল পাম্প ও খুলেছে। লোকজন বাড়ি ঘর মেরামত করতে শুরু করেছে।
XS
SM
MD
LG