অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনসে "সন্ত্রাসবাদী ২০২০ আইন" পাস


ফিলিপাইনসে বিধায়কেরা "সন্ত্রাসবাদী ২০২০ আইন" পাস করেছে, যা সন্ত্রাসবাদে মদদ দানকারী কমিউনিস্ট পার্টির সদস্যসহ স্বশস্ত্র বিদ্রোহীদের দমন করতে প্রেসিডেন্ট দূতেরতের ক্ষমতা বৃদ্ধি করবে I জুনের শুরুতে পাস করা এই বিলে প্রেসিডেন্ট দূতেরতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন I

সমালোচকেরা জানান, কর্তৃপক্ষ এ আইন বলে The New Peoples Army ,যা কমিউনিস্ট পার্টির একটি অঙ্গ সংগঠন, তাকেই লক্ষ্য বস্তু করবে, যে দলটির জনপ্রিয়তা রয়েছে গ্রামীণ কৃষকদের মাঝে I

প্রেসিডেন্ট দূতেরতে, যিনি ২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পর, অত্যন্ত কঠোর হস্তে মাদক চোরাচালানিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে একাধারে প্রশংসিত ও সমালোচিত হয়েছিলেন I

XS
SM
MD
LG