অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সে টাইফুনে অন্তত ১২০০ নিহত : রেডক্রস


ফিলিপিন্স এ রেডক্রস বলছে যে শুক্রবার সে দেশের মধ্যাঞ্চল থেকে বয়ে যাওয়া প্রচন্ড সামুদ্রিক ঘূর্ণিঝড় টাইফুনে অন্তত ১২০ লোক প্রাণ হারিয়েছে।

ফিলিপিনো সরকার মৃত্যুর যে সংখ্যা সরকারী ভাবে দিয়েছে তা হলো ১৩৮ জন তবে প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো বলেছেন যে তিনি মনে করেন হতাহতের সংখ্যা আরও অনেক বেশি।

ফিলিপিন্স রেড ক্রস’এর মহাসচিব বলেন যে তার সংস্থার হিসেবে অন্তত এক হাজার লক মারা গেছে লেইট দ্বীপে এবং আরও ২০০ জন নিকটবর্তী সামার দ্বীপে।

এই বড় মাপের টাইফুন হাইয়ান শুক্রবার ভোরে ঐ সব দ্বীপে আঘাত হানে। এই ঝড়ে সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৩০০ কিলোমিটার এবং এর ফলে পাঁচ মিটার উচ্চতা সম্পন্ন ঢেই আছড়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেছেন যে এই ঝড়ের পরের পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ফিলিপিন্সকে সহায়তা প্রদানে প্রস্তুত আছে।
XS
SM
MD
LG