অ্যাকসেসিবিলিটি লিংক

ফেরিডুবিতে ফিলিপিন্স 'এ ৩৬ জনের মৃত্যু


ফিলিপিন্সের কর্মকর্তারা বলছেন যে দেশের মধ্যাঞ্চলে একটি ফেরি ডুবে যাওয়ায় কমপক্ষে ৩৬ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও বহু লোক নিখোঁজ রয়েছেন।

আজ ১৮৯ জন যাত্রী সহ কিম নিরভানা নামের এই ফেরিতে লেইত দ্বীপের ওরমোক শহরের সমুদ্রতীর থেকে মাত্র এক কিলোমিটার দূরে নিমজ্জিত হয়।

উপকুল রক্ষী বলছে যে অন্তত ১২৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ডুবুরিরা আংশিক নিমজ্জিত এই জলযান থেকে আরও ২৬ জন নিখোঁজ লোককে খুঁজছে।

খারাপ আবহাওয়া নাকি মানুষের ভুলের জন্যে কাঠের তৈরি এই জলযান ডুবে যায় , কর্মকর্তারা সেই বিষয়টি খতিয়ে দেখছেন।

ফিলিপিন্স এ ফেরি দূর্ঘটনায় প্রতি বছরই বহু লোক প্রাণ হারায় এর কারণ মূলত যাত্রীর সংখ্যা এবং নিরাপত্তার নিম্ন মান।

এই দেশে যেখানে সাত হাজারের ও বেশি দ্বীপ রয়েছে সেখানে যাত্রীবাহী জলযান পরিবহনের সব চেয়ে গুরুত্বপুর্ণ উপায় ।

XS
SM
MD
LG