অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে সপ্তাহব্যাপী হামলায় কমপক্ষে ১৪ জন মুসলিম জঙ্গি নিহত


শনিবার ফিলিপাইনের এক আঞ্চলিক সেনা কমান্ডার জানিয়েছেন দক্ষিণাঞ্চলীয় প্রদেশে সপ্তাহব্যাপী হামলায় কমপক্ষে ১৪ জন মুসলিম জঙ্গিকে হত্যা করেছে ফিলিপাইনের সেনাবাহিনী।

লেঃ জেনারেল সিরিলিটো সোবেজানা বলেন, মাগুইন্দানাও প্রদেশের আমপাটান এবং দাতু হাফার আম্পাতুয়ান শহরে সংঘর্ষে বাঙ্গসামোরো ইসলামিক মুক্তিযোদ্ধার বন্দুকধারী সহ অনির্দিষ্ট সংখ্যক জঙ্গি আহত হয়েছে।

তিনি আরও বলেন, নিহত জঙ্গিদের পাঁচজনের লাশ সরকারী বাহিনী উদ্ধার করেছে, তিনি আরও জানান, সংঘর্ষে দশ সেনা আহত হয়েছে।

ইসলামিক স্টেট গ্রুপ দাবি করেছে যে মাগুইন্দানাওর দুটি গ্রামে সাম্প্রতিক হামলা প্রতিহত করার সময় জঙ্গিরা বিস্ফোরক ব্যবহার করে ৪৩ সেনা হত্যা করেছে, তবে সোবেজানা জানিয়েছেন দাবীটি "অসত্য"। বন্দুকধারীরা হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর সোমবার সরকারী বাহিনী আম্পাতুয়ানের সালমান গ্রামে জঙ্গিদের একটি শিবিরে বিমান হামলা এবং কামান হামলা চালায়।

XS
SM
MD
LG