অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের ভূয়া বৈমানিক কেলেঙ্কারী:পি আই এ এখন ইউরোপে নিষিদ্ধ


পাকিস্তানের জাতীয় বিমানকে নিষিদ্ধ করার ব্যাপারে দেওয়া এক চিঠিতে  EASA পাকিস্তানি বিমান চালকদের লাইসেন্সের কার্যকারিতা সম্পর্কে উদ্বেগের কথা জানায় এবং বলে যে পাকিস্তান নিজেই এখন এ ব্যাপারে আন্তর্জাতিক মান অনুযায়ী তাদের বিমান চলাচলের ব্যাপারে কোন রকম নিশ্চয়তা দিতে পারছে না।

ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা সংক্ষেপে EASA, আগামি ছ মাসের জন্য ইউরোপের অধিকাংশ দেশে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট নিষিদ্ধ করেছে। সম্প্রতি এ খবর ফাঁস হবার পর যে পাকিস্তানি বিমান চালকদের এক তৃতীয়াংশই তাদের পরীক্ষায় পাশ হবার ব্যাপারে মিথ্যে তথ্য দিয়েছে। পাকিস্তানের জাতীয় বিমানকে নিষিদ্ধ করার ব্যাপারে দেওয়া এক চিঠিতে EASA পাকিস্তানি বিমান চালকদের লাইসেন্সের কার্যকারিতা সম্পর্কে উদ্বেগের কথা জানায় এবং বলে যে পাকিস্তান নিজেই এখন এ ব্যাপারে আন্তর্জাতিক মান অনুযায়ী তাদের বিমান চলাচলের ব্যাপারে কোন রকম নিশ্চয়তা দিতে পারছে না।

পাকিস্তানের বিমান চলাচল মন্ত্রী গোলাম সারওয়ার খান গত সপ্তায় জানান যে সে দেশের ৮৬০ জন বৈমানিকের মধ্যে ২৬০ জন অসদোপায় তাদের লাইসেন্স পায়।

XS
SM
MD
LG