রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, দেশের সুদূর পূর্বাচলে কামচাটকা অঞ্চলে তারা একটি প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন, যে প্লেনটি নিখোঁজ হয়েছিলI বিমান বন্দরের ট্রাফিক কন্ট্রোল পেট্রোপভালোসক -কামচাটস্কি থেকে পালানা যাওয়ার পথে এন্টোনোভ এএন-২৬ বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেনI
বিমান কর্তৃপক্ষ জানান ধ্বংসাবশেষটি বিমানবন্দরের ৫ মাইল দূরে তারা খুঁজে পানI রাশিয়ার সংবাদ মাধ্যম জানায়, প্লেনের ২২ জন যাত্রী ও ৬ জন ত্রু সবাই নিহত হয়েছেনI
(এপি )
(এ এফ পি )
(রয়টার্স )