অ্যাকসেসিবিলিটি লিংক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করেই: শেখ হাসিনা


পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের কাজ বৃহস্পতিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৬২ একর জমির ওপর নির্মাণাধীন দুই ইউনিটের দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেটির নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর পারমাণবিক ক্লাবের ৩২তম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হল।

রাশিয়ার আর্থিক সহায়তায় ১২.৬৫ বিলিয়ন ডলারের এই মেগা প্রকল্পটি নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। কর্মকর্তারা জানিয়েছেন, ১২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম দুই ইউনিটের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ শেষ হবে ২০২৩ সালে এবং দ্বিতীয়টির কাজ শেষ ২০২৪ সালে। এই প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক ‘ভিভিইআর ১২০০’ প্রযুক্তির পরমাণু চুল্লি ব্যবহার করা হবে।

নির্মান কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন সব ধরণের নিরাপত্তার নিশ্চিত করেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ করা হচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG