অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ 


লন্ডনে করোনা সংক্রমণের বাধা নিষেধের বিরুদ্ধে জনগণ বিক্ষোভে অংশ নিলে, পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধেI লন্ডনের মেয়রের হুঁশিয়ারি যে, নুতন সংক্রমণ রোধে, আরো করা নিষেধাজ্ঞা বলবদ করা হবে, এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বিক্ষোভ শুরু হয়I
ট্রাফালগার স্কয়ারে কয়েক শত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ চেষ্টা চালালে, জনতা ও পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়I প্রতিবাদকারীরা " THIS IS TYRANNY " বা 'এটা এখন অত্যাচার' প্ল্যাকার্ড বহন করে 'স্বাধীনতা, স্বাধীনতা' স্লোগান তুলছিলেনI

বৃটেন সরকার করোনা মহামারীর উর্ধগতি থামাতে, এ সপ্তাহে ৬জনের অধিক লোকের সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছেI

XS
SM
MD
LG