মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শনিবার, আবারো সরকার বিরোধী প্রতিবাদকারীদের ওপর দমন ও হামলা চালায়I আন্তর্জাতিক ও স্থানীয় মাধ্যমগুলি জানায়, উত্তরাঞ্চলীয় মিয়ানমারে প্রতিবাদকারীদের ওপর কাঁদানে গ্যাস ও তাজা বোমা ছোড়া হলে, তারা পালিয়ে যায়I ইয়াংগুনেও শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছেI
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুটেরেজ, অব্যাহত হামলার ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং সহিংসতা বন্ধের ও সংযম প্রদর্শনের আবেদন জানানI