অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার রাজধানীতে নির্বাচনের আগে পুলিশের প্যারেড 


সোমবার ইথিওপিয়ায় অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে রাজধানী আদিস আবাবায়, শত শত পুলিশ অফিসার বিরল এক প্যারেডে অংশ গ্রহণ করেনI শক্তি প্রদর্শনের এই প্যারেডে অন্তর্ভুক্ত হয়েছিল পুলিশ প্রশিক্ষিত কুকুর ও দাঙ্গা পুলিশের বহরI রাজধানীর মেয়র, পুলিশ অফিসারদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন নিরপেক্ষ থেকে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সততাকে উন্নীত রাখেনI

তবে শহরের এক মহিলা বাসিন্দা মন্তব্য করেন যে, পুলিশের উপস্থিতির কোনো প্রয়োজন ছিল না, জনগণই বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষমI তিনি বলেন, শান্তি নিশ্চিত করতে, এখানে সরকারের প্রয়োজন নেই, আমরাই শান্তির বাহক, জনগণেরই একত্রিত হয়ে থাকার দায়িত্ব রয়েছেI

প্রধানমন্ত্রী, আবি আহমেদের ক্ষমতা গ্রহণের পর, এই নির্বাচন, নানাবিধ আঞ্চলিক সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার কারণে তাঁর জনপ্রিয়তা যাঁচাই করবেI বহু দশকের স্বৈরাচারী শাসনের পর, ২০১৮ সালে তিনি ক্ষমতা লাভ করেন এবং পরবর্তী বছর বিশ্ব শান্তিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, আবি আহমেদকে নোবেল শান্তি পুরস্কারের ভূষিত করা হয়I

XS
SM
MD
LG