রাশিয়ায় সেপ্টেম্বরের সংসদীয় নির্বাচনের আগে, স্বাধীন গণমাধ্যমের ওপর চাপ বৃদ্ধির সাম্প্রতিক পদক্ষেপ হিসাবে পুলিশ একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদকের বাড়িতে অভিযান চালায়I ঐ সংবাদ মাধ্যমকে সম্প্রতি "বিদেশী এজেন্ট" বলে অভিহিত করা হয়েছেI
INSIDER NEWS পত্রিকার প্রধান সম্পাদক, রোমান ডোবরোখোতভ বুধবার সকালে টুইটার মারফত জানান, তাঁর অ্যাপার্টমেন্টে "পুলিশ দরোজায় ধাক্কা দিচ্ছে", তাঁর স্ত্রী বিষয়টি OVD INFO নামের আইনি সহায়তাকারী গ্ৰুপকে জানালে এক পর্যায়ে তাঁর ফোনের লাইন কেটে দেয়া হয়I
আরেকটি আইনি সহায়তা গ্রুপের একজন আইনজীবী তখন ডোবরোখোতভের অ্যাপার্টমেন্টে যানI গ্ৰুপটি জানায়, বাড়িতে পুলিশী অভিযানের সময় সেল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও তাঁর আন্তর্জাতিক পাসপোর্ট জব্দ করা হয়I
The INSIDER পত্রিকার একজন সাংবাদিক সের্গেই ইয়েজোভ জানান, ডোবরোখোতভ বুধবার রাশিয়া ত্যাগ করার কথা ছিলI পত্রিকাটি জানায়, ডোবরোখোতভের বাবা-মা'র বাড়িতেও অভিযান চালানো হয়েছেI
(এপি)