অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতির একটি গ্যাং যুক্তরাষ্ট্রের মিশনারিদের অপহরণের জন্য দায়ী, বলছে পুলিশ


হাইতির গেন্থীয়ের এলাকায় অনাথ আশ্রমের আঙ্গিনায় দাঁড়িয়ে শিশুরা, যেখানে ১৭জন মিশনারি সদস্য অপহৃত হন ১৭ই অক্টোবর, ২০২১ ছবি, জোসেফ ওডেলিন/এপি
হাইতির গেন্থীয়ের এলাকায় অনাথ আশ্রমের আঙ্গিনায় দাঁড়িয়ে শিশুরা, যেখানে ১৭জন মিশনারি সদস্য অপহৃত হন ১৭ই অক্টোবর, ২০২১ ছবি, জোসেফ ওডেলিন/এপি

হাইতির পুলিশ দুর্ধর্ষ অপহরণ ও হত্যাকাণ্ডের জন্য পরিচিত হাইতির কুখ্যাত একটি গ্যাংকে দায়ী করেছে যে তারা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থার ১৭জন মিশনারিকে অপহরণ করেছেI অনুমান করা হচ্ছে অপহৃতদের মধ্যে ৫টি শিশুও রয়েছেI

হাইতির পুলিশ ইনস্পেক্টর, ফ্রানৎজ শেম্পেইন এসোসিয়েটেড প্রেসকে জানান, ৪০০ মাওজু গ্যাং গেন্থীয়েরে গ্ৰুপটিকে অপহরণ করে, যা রাজধানী পোর্ট অ প্রিন্স-এর পূর্বে অবস্থিতI এ বছরের শুরুতে হাইতিতে ৫জন ধর্মযাজক ও ২জন যাজিকাকে অপহরণের জন্য এই গ্ৰুপটিকে দোষারোপ করা হয়েছিলI

কতৃপক্ষ জানাচ্ছেন, এই গ্যাংটি Croix-des-Bouquets এলাকায় অপহরণ, গাড়ি হাইজ্যাক এবং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার মত কাজে নিয়োজিত, যেখানে গেন্থীয়ের অবস্থিতI

ওহাইয়ো ভিত্তিক ক্রিস্টিয়ান এইড মিনিস্ট্রিজ জানায়, অপহৃতদের মধ্যে রয়েছেন ১৬জন যুক্তরাষ্ট্রের ও ১জন কানাডীয় নাগরিক, এর মধ্যে ৫টি শিশু, ৭জন মহিলা ও ৫জন পুরুষI সংস্থাটি জানায় তারা সেখানে একটি অনাথ আশ্রম পরিদর্শনে গিয়েছিলেনI

তারা এক বিবৃতি প্রকাশ করে জানায় " জিম্মি, অপহরণকারী, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং চার্চ যারাই ক্ষতিগ্রস্ত, আসুন আমরা সবাই তাদের জন্য প্রার্থনা করিI একটি সংগঠন হিসাবে আমরা ঈশ্বরের ওপর আস্থা রাখি"I

গত বছর তাদের বার্ষিক রিপোর্টে সংস্থাটি জানায়, রাজনৈতিক অশান্ত পরিবেশের কারণে ৯ মাস বিরতির পর সংস্থাটির আমেরিকান সদস্যরা হাইতিতে তাদের ঘাঁটিতে ফিরে যানI রিপোর্টে আরো বলা হয় এই অনিশ্চয়তা ও দুঃসময় সেখানকার অস্থিতিশীল পরিবেশের কারণে সৃষ্টI

XS
SM
MD
LG