অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ইস্রায়েল সফর শেষ করেছেন 


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও, তাঁর ইস্রায়েল সফর শেষ করেছেন, ক্রিষ্টান ইহুদি রাষ্ট্রপন্থীদের সম্মানে গড়া, একটি জাদুঘর পরিদর্শনের মাধ্যমেI যুক্তরাষ্ট্রের প্রথম একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি দখলিত এলাকা সফর করার একদিন পরে, তিনি জাদুঘরটি ঘুরে দেখেনI

প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে যুক্তরাষ্ট্রের দূতাবাস বিরোধিত জেরুসালেমে স্থানান্তর করা হয়, বসতি স্থাপনা বৈধ এবং গোলান হাইটস কুক্ষিগত করাকে স্বীকৃতি দেয়া হয় এবং ইহুদি রাষ্ট্রের বিপুল সমর্থনে মধ্য-প্রাচ্য নীতি ঘোষণা করা হয়, যে নীতিকে প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি জনগণI

তবে বাইডেন প্রশাসনে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আশা করা যায় এবং নুতন প্রশাসন অনায়াসেই এই নীতি নাকচ করে দিতে পারেনI

XS
SM
MD
LG