যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও রবিবার ইসরায়েলে আছেন। নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফরেরই এটা একটা অংশ।
তিনি সৌদী আরব থেকে সেখানে যান। সৌদী আরবে পমপেও’র উর্ধতন উপদেষ্টা ব্রায়েন হুক ইউরোপীয় মিত্র ও অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যাতে তাদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম দুর্বল হয়।
হুক রিয়াদে সাংবাদিকদের বলেন যে তারা বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে যে ইরানের ক্ষেপনাস্ত্র কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা সংগঠনের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা আরোপ করুক। ইউরোপিয়ানদের সঙ্গে আলোচনার একটা বড় অংশ ছিল ওই বিষয়টি।
পমপেও’র তিন দিনের সফরে তিনি আমেরিকার মিত্রদের ইরানের প্রতি প্রশাসনের নীতির বিষয়ে অবহিত করবেন। ওই সফরে জর্ডানেও যাত্রা বিরতির কথা রয়েছে।