অ্যাকসেসিবিলিটি লিংক

আল ক্বায়দা প্রসঙ্গে পম্পেওর বক্তব্য : একটি পর্যালোচনা


Interview with Ishfaq Ilahi
please wait
Embed

No media source currently available

0:00 0:10:05 0:00

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ওয়াশিংটন প্রেস ক্লাবে দেয়া তার ভাষণে বলেছেন যে আল ক্বায়দা এখনো সক্রিয় রয়েছে এবং তারা এখন আফগানিস্তান এবং পাকিস্তানের পরিবর্তে ইরানকে তাদের নতুন ঘাঁটি বানিয়েছে। প্রসঙ্গত তিনি বাংলাদেশেও আল ক্বায়দার উপস্থিতির কথা বলেন ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ওয়াশিংটন প্রেস ক্লাবে দেয়া তার ভাষণে বলেছেন যে আল ক্বায়দা এখনো সক্রিয় রয়েছে এবং তারা এখন আফগানিস্তান এবং পাকিস্তানের পরিবর্তে ইরানকে তাদের নতুন ঘাঁটি বানিয়েছে। প্রসঙ্গত তিনি বাংলাদেশেও আল ক্বায়দার উপস্থিতির কথা বলেন । এ সব বিষয় এবং সামগ্রিক ভাবে বাংলাদেশ ও বিশ্বে উগ্রবাদের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক ইলাহী। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সাংবাদিক ও সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ

XS
SM
MD
LG