অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর ভূমিকা হাল নাগাদ করা জরুরি: পম্পেও


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও আজ নেটোর পররাষ্ট্র মন্ত্রিদের বলেছেন যে ২৯টি রাষ্ট্র বিশিষ্ট এই জোটকে, বিশ্ব জুড়ে যে হুমকি দেখা দিয়েছে তার মোকাবিলার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।

পম্পেও বলেছেন, যেসব হুমকি উঠে আসছে , তা সে রুশ আগ্রাসনই হোক, নিয়ন্ত্রণহীন আভিবাসনই হোক, সাইবার আক্রমণই হোক, জ্বালানি নিরাপত্তার ব্যাপারে হুমকিই হোক কিংবা চীনের কৌশলগত প্রতিযোগিতাই হোক, এই জোটকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

নেটোর ৭০ তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে নেটো পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে তিনি উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন। দু দিন ব্যাপী এই সম্মেলনে নিরাপত্তা এবং অনান্য বিষয়ে ব্যাপক ভিন্নমত লক্ষ্য করা গেছে।

তুরস্ক যে রাশিয়ার কাছ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি জোরালো করে তুলছে তা নিয়ে মতানৈক্য রয়েছে। ঐকমতের অভাব রয়েছে যুক্তরাষ্ট্রের এই দাবি নিয়েও যে মিত্ররা যেন প্রতিরক্ষা খাতে তাদের ব্যয় বৃদ্ধি করে।

এ দিকে গতকালই নেটোর মহাসচিব যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া তাঁর ভাষণে , রাশিয়ার বর্ধিত প্রভাব সম্পর্কে সতর্ক করে দেন।

XS
SM
MD
LG