পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও কলাম্বিয়ার সীমান্ত শহর কুকুটায় ভেনেজুয়ালার শরণার্থীদের সাথে দেখা করতে যাচ্ছেন। সে দেশে খাদ্যাভাব এবং সহিংসতা অ্যাড়াতে সে দেশের অনেক নাগরিক কুকুটায় আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিককালে পম্পেও দঃ আমেরিকার বিভিন্ন জায়গায় সফর করেছেন। এই সফরের উদ্দ্যেশ্য ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার প্রশাসনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের পক্ষে সমর্থন জোগাড় করা। শনিবার পেরুতে তিনি প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার সাথে সাক্ষাত করেন। পম্পেও পেরুর জনগণের প্রশংসা করেন, যারা ভেনেজুয়ালার প্রায় সাড়ে সাত লক্ষ শরণার্থীকে তার ভাষায় উদারতার সাথে আশ্রয় দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও কলাম্বিয়ার সীমান্ত শহর কুকুটায় ভেনেজুয়ালার শরণার্থীদের সাথে দেখা করতে যাচ্ছেন। সে দেশে খাদ্যাভাব এবং সহিংসতা অ্যাড়াতে সে দেশের অনেক নাগরিক কুকুটায় আশ্রয় নিয়েছেন।