অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বে আঁধারের মধ্যেই যীশু আনেন আলো : পোপ ফ্রান্সিস


পোপ ফ্রান্সিস বিশ্বের এক শ’ কুড়ি কোটি ক্যাথলিককে এই খ্রীস্টমাসে আনন্দ প্রকাশ করার আহ্বান জানান কারণ তিনি বলেন যীশু হচ্ছেন আলো , যিনি অন্ধকারকে আলোকময় করে তোলেন এবং শান্তি নিয়ে আসেন।
মঙ্গলবার ভ্যাটিকানের সেইন্ট পিটার্স বেসিলিকা থেকে পোপ হিসেবে তিনি এই প্রথম খ্রীষ্টমাসের এই প্রার্থনা সভায় ভাষণ দিলেন।
তার এই ধর্মীয় অভিভাষণের সেই প্রতিশ্রুত ভূমিতে যাবার জন্যে এবং মক্তি লাভের লক্ষে মানুষের ঐতিহাসিক ও ব্যক্তিগত যাত্রার উপর জোর দেয়া হয়। পোপের নিজের কথায় , মানুষের সেই চেতনা যা কীনা মহান আলোর সন্ধানে হেঁটে যায়।
ফ্রান্সিস , যিনি তাঁর বিনয় এবং দরিদ্রদের জন্যে তাঁর পরিষেবার জন্যে পরিচিতি বলেন যে প্রতিটি ব্যক্তির মধ্যে উজ্জ্বল এবং অন্ধকারের দিকগুলো আছে , আছে আলো এবং ছায়ার দিক। তিনি বিশ্বাসীদের খোলা মন নিয়ে সামনে এগিয়ে যেতে বলেন এবং অহঙ্কার , শঠতা স্বার্থপরতা পরিত্যাগ করার কথা ও বলেন।
তিনি বলেন যে যীশু খ্রীষ্টের মাধ্যম ঈশ্বর তার মাধুর্য , দয়া এবং প্রেমকে প্রকাশ করেছেন এবং যীশু বিশ্বকে দিক নির্দেশনা।
XS
SM
MD
LG