অ্যাকসেসিবিলিটি লিংক

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পোপের বড়দিনে প্রার্থনা সম্পন্ন


কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পোপের বড়দিনে প্রার্থনা সম্পন্ন
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পোপের বড়দিনে প্রার্থনা সম্পন্ন

রোমে বৃহস্পতিবার ডাক যোগে দুটি বোমা পাঠানোর পরিপ্রেক্ষিতে পোপ বেনেডিক্ট কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বড়দিনের প্রাক্কালে দেওয়া তাঁর প্রার্থনা-ভাষণে শান্তির আহ্বান জানান।

ভ্যাটিকান সিটির ব্যাসিলিকায় মধ্যরাতের ঐ প্রার্থনায় হাজার হাজার লোক সমবেত হন। পোপ সুদানের দারফূর আইভরি কোস্ট , সোমালিয়া ও গ্রেইট লেইক অঞ্চল সহ আফ্রিকার গোলযোগপূর্ণ এলাকার শান্তির জন্য প্রার্থনা করেন।

ঐ প্রার্থনা সভায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত বছর মানসিক রোগ আক্রান্ত এক মহিলা নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ভেতরে প্রবেশ করে শোভাযাত্রার সময়ে পোপকে মাটিতে ফেলে দেয়।

বৃহস্পতিবার ডাকে পাঠানো ঐ সব বোমার কারণে ইটালির রাজধানীতেদু জন আহত হন । যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। Informal Anarchist Federation বা এফ এ আই সুইজারল্যান্ড ও চিলির কুটনৈতিক মিশনে হামলা চালানোর দায় স্বীকার করেছে।

ইটালির অভ্যন্তরীণ দপ্তরের মন্ত্রী বলেছেন যে ঐ দুটি দূতাবাসকে সম্ভবত এ জন্যে লক্ষস্থলে পরিণত করা হয় কারণ সুইজারল্যান্ড সম্প্রতি ইটাীরর এনারকিস্ট গ্রুপের একজনকে বন্দী করে এবং অন্য একজন অ্যানারকিস্ট চিলিতে বোমা বিস্ফোরণে প্রাণ হারায়।

এদিকে বাংলাদেশে বড় দিন উৎসব পালন সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন :

আমাদের কোলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায় জানালেন :

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG