অ্যাকসেসিবিলিটি লিংক

বড়দিন উপলক্ষে পোপ ফ্রান্সিসের বাণী 


বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জনগণ, বৃহস্পতিবার রাতে রেডিও. টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে প্রচারিত, পোপ ফ্রান্সিসের বড়দিনের বাণী শোনেনI ধর্মীয় উপদেশ বাণীতে পোপ ফ্রান্সিস বলেন, যীশু ক্রিস্টের জন্মদিন, প্রতি বছর, তাঁর নুতন জন্মের নূতনত্ব'র কথা স্মরণ করিয়ে দেয়, যে শক্তি ও সামর্থ আমাদের প্রতিটি পরীক্ষার জন্য এখন প্রয়োজন I

পোপ তাঁর বাণীতে বলেন, ঈশ্বরের অপার ভালোবাসার কারণে, যীশু ক্রিস্টের জন্ম হয়েছিল, তবে প্রাসাদে নয়, জরাজীর্ণ আস্তাবলেI দারিদ্রের মাঝে তাঁর পৃথিবীতে আসা, তাই গরিবদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে, আমরা, তাঁর প্রতি আমাদের ভালোবাসা ব্যক্ত করবোI ঝুঁকিপূর্ণ বিশ্বের কাছে তাঁর ত্যাগের কথা স্মরণ করাবোI

XS
SM
MD
LG