অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ফ্রান্সিসের প্রতীক্ষায় ইরাকের খৃস্টান সম্প্রদায় 


ইরাকে মার্চের ৫ থেকে ৮ তারিখের পোপ ফ্রান্সিসের সফর, ইতিমধ্যেই বহুল আলোচিত বিষয়I কারণ সেখানে একাধারে কভিড সংক্রমণ বাড়ছে, অন্যদিকে সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিভিন্ন সন্ত্রাসী হামলাও বৃদ্ধি পেয়েছেI ইরাকের ঐতিহাসিক, তবে লক্ষণীয়ভাবে কমে যাওয়া, খৃস্টান সম্প্রদায় তাঁর সফরে উজ্জীবিত বোধ করবেন সন্দেহ নেইI
বহু বছর ধরে পোপ ফ্রান্সিস, প্রকাশ্যে ইরাকের খৃষ্টান সম্প্রদায়ের দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছেনI আইসিস গোষ্ঠী ও অন্যান্য জাতিগোষ্ঠী দলের সহিংসতায় ইরাকের ইয়াজিদিসহ, খৃস্টান সম্প্রদায়ও সেখানে নির্যাতন ও নিধনের শিকার হয়েছেনI

XS
SM
MD
LG