অ্যাকসেসিবিলিটি লিংক

সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রতি পোপের আহ্বান


বুদাপেস্টের হিরোস স্কোয়ারে, রোববার আন্তর্জাতিক ইউচারিস্টিক কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁর পপমোবাইল থেকে শুভেচ্ছা জানাচ্ছেন পোপ ফ্রান্সিস।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের অভিবাসনবিরোধী নীতির পরোক্ষ সমালোচনা করে পোপ ফ্রান্সিস সকলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন। মধ্য ইউরোপে চার দিনের সফর শুরু করেছেন পোপ। গত জুলাই তে অন্ত্রের অস্ত্রোপচারের পর এটাই তাঁর তার প্রথম বড় কোন আন্তর্জাতিক সফর।

৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিস বুদাপেস্টে তার সংক্ষিপ্ত সফরের সময় বেশ তরতাজা অবস্থায় হাজির হন। আয়োজকরা বলছেন সেখানে প্রায় এক লাখ মানুষের একটি সমাবেশে তিনি বক্তৃতা করেন। এসময় পোপ একটি খোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে কাছে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে দীর্ঘ দূরত্ব হাঁটা এড়াতে একটি গল্ফ কার্টে করে উপস্থিত জনতার দিকে অগ্রসর হন। পোপ তাঁর স্বাস্থ্যের প্রতি ইঙ্গিত করে এক পর্যায়ে স্বীকার করে নেন যে, "আমি আর ১৫ বছরের কিশোর নই।" অন্যথায় এভাবে গল্ফ কার্টে বসে যেতে হতো না।

রোববার বিকেলে প্রতিবেশী স্লোভাকিয়ায় চার দিনের সফরে যাওয়ার আগে পোপ ফ্রান্সিস বুদাপেস্টে মাত্র সাত ঘণ্টা কাটিয়েছিলেন। শরণার্থীদের ইউরোপে উন্নত জীবন যাপনের জন্য স্বাগত জানানো এবং একীভূত করার পোপের আহ্বানের সাথে অরবানের নীতি সাংঘর্ষিক হলেও, তিনি তাঁর সাথে দেখা করেছেন। যদিও অভিবাসনের বিষয়টি ঘোষিত কর্মসূচিতে ছিল না। অরবান তাঁর ফেসবুকে লিখেছিলেন: "আমি খ্রিস্টান হাঙ্গেরিকে ধ্বংস হতে না দিতে পোপ ফ্রান্সিসকে অনুরোধ করেছিলাম।"

অরবান বরাবরই তার সরকারকে ইউরোপের খ্রিস্টান সভ্যতার রক্ষক এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে অভিবাসনের বিরুদ্ধে সোচ্চার। ফ্রান্সিস অভিবাসী এবং শরণার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং হাঙ্গেরির সরকারের অভিবাসন নীতিকে “ন্যাশনাল পপুলিজম” বলে সমালোচনা করেছেন। তিনি সরকারগুলিকে যতটা সম্ভব অভিবাসীদের স্বাগত জানাতে এবং সংহত করার আহ্বান জানিয়েছেন।

ভ্যাটিকান জানিয়েছে, বৈঠকটি "সৌহার্দ্যপূর্ণ পরিবেশে" ৪০ মিনিট ধরে অনুষ্ঠিত হয়, এটা ছিল প্রত্যাশার চেয়ে বেশি সময়। ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, "আলোচিত বিভিন্ন বিষয়ের মধ্যে ছিল দেশে গির্জার ভূমিকা, পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি, পরিবারের সুরক্ষা ও উন্নতি।"

XS
SM
MD
LG