পোপ ফ্রান্সিস ক্যাথেড্রাল বাসিলিকা অফ সেন্টস পিটার এন্ড পল এ ভাষণদান কালে অভিবাসীদের নিরুত্ত্সাহিত না হবার পরামর্শ দেন I তিনি বলেন তাঁর কথায়, বিপুল অর্থ ব্যয় করে আপনারা নুতন এক জীবন গড়ার লক্ষে এখানে এসেছেন ; এখানকার চ্যালেঞ্জ ও কষ্ট স্বীকারে মনোবল হারাবেন না এবং কোনো অবস্থাতেই আপনাদের ঐতিয্য নিয়ে লজ্জিত বোধ করবেন না I
পোপ ফ্রান্সিস এর আগে ওয়াশিংটন ডি সি সফর করেন I যুক্তরাষ্ট্র কংগ্রেস'র যৌথ অধিবেশন, নিউ ইয়র্ক এ সাধারণ পরিষদ এবং বিখ্যাত ম্যাডিসন স্কয়ারে গার্ডেনএ ভাষণ দান করেন I
পোপ ফ্রান্সিস ফিলাডেলফিয়া সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র সফর শেষ ক’রতে চলেছেন প্রায়।