মিয়ানমারের সামরিক প্রধান পোপ ফ্রানসিসকে বলেছেন তার দেশে ধর্ম বা বর্নের বিরুদ্ধে কোন বৈষম্য নেই।
পোপ ফ্রানসিসসোমবার মিয়ানমারের সামরিক প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংখ্যালঘু রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য পোপ দক্ষিণপূর্ব এশিয়ার ওই দেশে তাঁর সফর শুরু করেছেন। যুক্তরাষ্ট্র বলেছে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগোষ্ঠি নিধন অভিযান চালানো হচ্ছে।
পোপ এই প্রথম মিয়ানমার সফরে গেছেন। ইয়াংগনে আর্চবিশপের এর বাড়িতে পোপ Senior General Min Aung Hlaing এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার প্রতিবেশী দেশ বাংলাদেশে যাওয়ার আগে পর্যন্ত পোপ ওই বাড়িতেই অবস্থান করবেন।
ভ্যাটিক্যানের এর মুখপাত্র বলেছেন এই প্রবর্তনের সময় মিয়ানমারের কর্তৃপক্ষের গুরু দায়িত্বের বিষয় নিয়ে তারা আলোচনা করেন। ১৫ মিনিট ধরে আলোচনা হয়। তার পর তারা উপহার বিনিময় করেন।