অ্যাকসেসিবিলিটি লিংক

পরীমনির মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ


ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নায়িকা পরীমনির দায়ের করা মামলার প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তরফে ৮ই জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমি সহ পাঁচ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়েছে। এই মামলায় আসামিদেরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছিল। নায়িকা পরীমনিকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন। সকালেই তাকে গোয়েন্দা দপ্তরে তলব করা হয়। বিকেলে তিনি গোয়েন্দা দপ্তরে পৌঁছান। দু’ঘণ্টা তাকে জেরা করা হয়। গোয়েন্দা দপ্তর থেকে বের হয়ে এসে পরীমনি সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তাদের ব্যবহারে তিনি মুগ্ধ। অভিযোগ দেয়ার পর পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশীদ বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

গত ৮ই জুন রাতে সাভারের একটি ক্লাবে পরীমনিকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টা চালানো হয়। ১৩ই জুন নায়িকা নিজেই এই খবর প্রকাশ করেন। তিনি জানান, ঘটনার পরপরই বনানী থানায় আর্জি জানাতে গিয়েছিলেন। কিন্তু কর্তব্যরত অফিসার তার বয়ান রেকর্ড করেননি। পরীমনির এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় থানা-পুলিশ। মঙ্গলবার সিসিটিভির ফুটেজে দেখা যায়, থানার বক্তব্য ভুল। পরীমনি ঠিকই আরও দুইজন সহকর্মী নিয়ে থানায় গিয়েছিলেন। মামলার আসামিরা গ্রেপ্তার হওয়ায় নায়িকা পরীমনি স্বস্তি প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গণমাধ্যম ও সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান। বলেন, দুঃসময়ে সবাই তার পাশে দাঁড়িয়েছেন। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ সময়ের সবচেয়ে জনপ্রিয়‍ এই নায়িকা বলেন, গতকাল আমি কেঁদেছি। আজ আমি কিঞ্চিত হাসতে পারছি। শিল্পী সমিতির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, শিল্পী সমিতি সবসময় তার পাশে থাকবে।

XS
SM
MD
LG